Logo
Logo
×

আন্তর্জাতিক

মেক্সিকোতে ট্রেন-বাস সংঘর্ষে ১০ জন নিহত, আহত ৬১

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

মেক্সিকোতে ট্রেন-বাস সংঘর্ষে ১০ জন নিহত, আহত ৬১

মেক্সিকোর মধ্যাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। আহত হয়েছেন অন্তত ৬১ জন। স্থানীয় সময় সোমবার একটি মালবাহী ট্রেনের সঙ্গে দোতালা যাত্রীবাহী বাসের এ সংঘর্ষ হয়। ট্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি চলন্ত ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল।

কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি দে মেক্সিকো নামের রেল কোম্পানি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে তারা চালকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন রেলক্রসিংয়ে থাকা সড়ক চিহ্ন এবং থামার নির্দেশ মেনে চলা হয়।

বাস পরিচালনাকারী সংস্থা হেরাদুরা দে প্লাতা এ ঘটনায় এখনো কোনো মন্তব্য জানায়নি। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বাসটির ওপরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে ছড়িয়ে রয়েছে লোহা আর ভাঙা অংশ। উদ্ধারকর্মীরা এলাকা ঘিরে ফেলেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকো সিটির উত্তর-পশ্চিমে প্রায় ১১৫ কিলোমিটার দূরের আতলাকোমুলকো থেকে মিচোয়াকান রাজ্যের মারাভাতিওর মহাসড়কে একটি শিল্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন পুরুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে অনেককে দ্রুত প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

লাতিন আমেরিকায় মারাত্মক বাস দুর্ঘটনা প্রায়ই ঘটে। মেক্সিকো সরকারের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, শুধু ২০২৩ সালেই ফেডারেল মহাসড়কে ১২ হাজারের বেশি দুর্ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ১০ কোটি ডলারেরও বেশি। আহত হয়েছেন ৬ হাজার ৪০০ জন এবং প্রায় ১ হাজার ৯০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোতে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেখানে ক্যানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। প্রাণ হারান চল্লিশেরও বেশি যাত্রী।

বাস মেক্সিকোয় মানুষের অন্যতম প্রধান যাতায়াতের মাধ্যম। যদিও দেশটিতে মালবাহী ট্রেন প্রচলিত, যাত্রীবাহী রেলসেবা এখনো সীমিত। দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সম্প্রতি ঘোষণা দিয়েছেন, উত্তর ও মধ্য মেক্সিকোর নানা অঞ্চলকে যুক্ত করতে যাত্রীবাহী রেল নেটওয়ার্ক বিস্তারের বড় পরিকল্পনা হাতে নিয়েছেন।

সূত্র: রয়টার্স

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন