Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র আবু ওবাইদা নিহতের দাবি ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র আবু ওবাইদা নিহতের দাবি ইসরায়েলের

ছবি: সংগৃহীত

গাজায় ড্রোন হামলায় ফিলিসস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবু ওবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।  আজ সোমবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। 

এদিকে, আবু ওবাইদাকে হত্যা করতে পারায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং নিরাপত্তা সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। 

অন্যদিকে, হামাস এখনো আবু ওবাইদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে হামাস জানিয়েছিল, গাজা শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং একাধিক আহত হয়েছেন। 

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, গাজ শহরের পাশের ঘনবসতিপূর্ণ আল-রিমালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত ও ২০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন