Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬ শতাধিক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬ শতাধিক

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বের পাহাড়ি প্রদেশ নানগারহারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৩০০ বেশি মানুষ। 

আজ সোমবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। 

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন শত শত মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারীরা ভেঙে পড়া বাড়ি-ঘরের নিচে জীবিত মানুষের খুঁজে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির পাহাড়ি অঞ্চলে স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল পূবাঞ্চলীয় নানগারহার প্রদেশের দেশটির পঞ্চম বৃহত্তম শহর জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পে কুনার এবং লাগম্যান প্রদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কাবুল থেকে ১৪০ কিলোমিটার দূরে কোনার এবং লাগম্যান প্রদেশ অবস্থিত। 

এদিকে, পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার তৎপরাত ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি স্বাভাবিক সময়েও পাহাড়ি রাস্তা হওয়ায় এলাকাটিতে প্রবেশ খুব দুরূহ। এখন ভূমিকম্পের পর সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো খুব দুরূহ হয়ে উঠেছে। 

স্থানীয় বাসিন্দাদের বরাতে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলে যাওয়া রাস্তায় ভূমিকম্পের ফলে ব্যাপক ভূমিধস হয়েছে। তাই নিরুপায় হয়ে তালেবান সরকার আটকে পড়া মানুষকে উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে। সব মিলিয়ে উদ্ধার তৎপরতা খুবই ধীরগতিতে হচ্ছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন