Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদি-শি বৈঠকে বরফ গলছে ভারত-চীন সম্পর্কে, ট্রাম্পের শুল্কনীতির ছায়া সম্মেলনে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৬ এএম

মোদি-শি বৈঠকে বরফ গলছে ভারত-চীন সম্পর্কে, ট্রাম্পের শুল্কনীতির ছায়া সম্মেলনে

চীনের তিয়ানজিন শহরে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলন। আজ এখানে একত্র হয়েছেন বিশটিরও বেশি দেশের শীর্ষ নেতা—যাঁদের মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই সম্মেলনের ফাঁকে সবচেয়ে আলোচিত ঘটনা, প্রধানমন্ত্রী মোদির চীন সফর এবং তাঁর সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক। সাত বছর পর এই প্রথম চীনে পা রেখেছেন মোদি। ২০২০ সালের গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক ছিল বরফঠান্ডা। সেই বরফ যেন এবার একটু একটু করে গলছে।

মোদি ও শি জিনপিংয়ের এই বৈঠক একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। এর পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন। সম্প্রতি, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন—রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায়। এই পরিস্থিতিতে চীন-ভারতের সম্পর্কে নতুন করে উষ্ণতা দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের একতরফা বাণিজ্যনীতি ও শুল্ক আরোপ বিশ্বব্যবস্থার ওপর একরকম চাপ তৈরি করছে, যা অনেক দেশকে একে অন্যের কাছে এনে দিচ্ছে। এমনকি, যারা দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী ছিল তারাও এখন কাছাকাছি আসছে।

এই সম্মেলনে মোদি ও শি যে কেবল একে অপরের সঙ্গে বসছেন, তা নয়—বিশ্বকে একতা ও বিকল্প কূটনীতিরও বার্তা দিচ্ছেন তাঁরা। এসসিও এখন আর শুধু মধ্য এশিয়ার সংগঠন নয়, এটি আজ এক বৈশ্বিক আলোচনার মঞ্চ।

এই আলোচনার রেশ ছড়িয়ে যাবে আরও বহুদিন। তবে আপাতত সবাই তাকিয়ে—এই ঘনিষ্ঠতার শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। সূত্র: আল জাজিরা


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন