শুল্ক আরোপে ট্রাম্পের ক্ষমতা নেই: মার্কিন আদালতের রায়

জুলাই মাসে লস অ্যাঞ্জেলেস বন্দরে সারি সারি কনটেইনার। ছবি: ড্যানিয়েল কোল/রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বহুল আলোচিত আন্তর্জাতিক শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে দেওয়া রায়ে আদালত জানায়, প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে নানা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু শুল্ক বা কর বসানোর মতো অর্থনৈতিক পদক্ষেপের এখতিয়ার তার নেই।
রায়ে বলা হয়, ট্রাম্পের আরোপিত অনেক শুল্ক সীমাহীন পরিসরে, নির্দিষ্ট সময় ও পরিমাণ ছাড়াই কার্যকর। এসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনের সীমা ছাড়িয়ে গেছে। ট্রাম্প প্রশাসন যে আইনের (আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন) ওপর ভর করে এই শুল্ক বসিয়েছে, সেখানে শুল্ক শব্দটির কোনও উল্লেখই নেই।
এই রায়ের আওতায় ট্রাম্পের "লিবারেশন ডে" শুল্ক এবং "পারস্পরিক শুল্ক" বাতিল হয়ে যায়। তবে ট্রাম্প বলেছেন, "সব শুল্ক এখনো বলবৎ আছে", এবং এই রায় কার্যকর হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আদালতে ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল—বাণিজ্য ঘাটতি, মাদক পাচার ও অভিবাসনের মতো ইস্যু জরুরি অবস্থা তৈরি করেছে, তাই শুল্ক বসানো হয়েছে। কিন্তু ছোট ব্যবসাগুলোর একাংশ বলেছে, এই নীতিতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিচারপতিরা বলেন, কংগ্রেস যখন কোনও প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দিতে চায়, তখন তা স্পষ্ট ভাষায় করে। এখানে তেমন কিছু নেই। রায় কার্যকর হবে ১৪ অক্টোবর থেকে। বিশ্লেষকেরা বলছেন, এখন বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে।