ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহতের দাবি

আহমেদ আল-রাহাভি। ছবি: সংগৃহীত
ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ইরান-সমর্থিত হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া টেলিভিশনের বরাতে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাহাভির সঙ্গে তার বেশ কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন। এ হামলাটি ছিল সানার বাইরে হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রায় ১০ শীর্ষ মন্ত্রীর ওপর চালানো আরেকটি আক্রমণের বাইরে আলাদা অভিযান। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল। সেই হামলার ফলাফল এখনো পরিষ্কার নয়।
ইসরায়েলি চ্যানেল কান জানায়, এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন রাহাভি, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি তিনি। অন্যদিকে এন টুয়েলভের খবরে বলা হয়, তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি অনুমোদন দিয়েছিলেন ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের।