বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প

‘অপরাধ দমনে’ এবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে।
কয়েক দিন আগে গভর্নর মুর তাকে শহরে ‘সেফটি ওয়াক’-এ আমন্ত্রণ জানিয়েছিলেন। তার জবাবেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, লস অ্যাঞ্জেলেস বা ওয়াশিংটন ডিসির মতো প্রয়োজনে বাল্টিমোরেও সেনা পাঠাবেন তিনি।
ট্রাম্পের এই হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনা চলছে। ডেমোক্র্যাট নেতারা একে “ক্ষমতার অপব্যবহার” বলে আখ্যা দিচ্ছেন। গভর্নর মুরও বলেছেন, “তারা আমাদের রাস্তায় হাঁটেনি, মানুষের সঙ্গে থেকেও না— তাই ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে।”
এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছেন ট্রাম্প। নিউইয়র্ক ও শিকাগোতেও একই ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ, অপরাধ কমতে থাকলেও প্রেসিডেন্ট কৃত্রিম সংকট তৈরি করছেন।
ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে, বাল্টিমোরের ৮০ শতাংশ বাসিন্দাই সেনা মোতায়েন ও পুলিশি কড়াকড়ির বিরোধিতা করছেন।