Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান নিয়ে প্রতিবেদনে ট্রাম্প ক্ষুব্ধ, শীর্ষ মার্কিন জেনারেল বরখাস্ত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪২ পিএম

ইরান নিয়ে প্রতিবেদনে ট্রাম্প ক্ষুব্ধ, শীর্ষ মার্কিন জেনারেল বরখাস্ত

জেফ্রি ক্রুজ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সংস্থাটির প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এ বিষয়ে অবগত দুটি সূত্র এবং হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

ক্রুজ আর ডিআইএ’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন না। তবে বিষয়টি প্রকাশ্যে বলতে রাজি হননি সূত্রগুলো, কারণ তাদের এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই।

সাম্প্রতিক এই বরখাস্তের ঘটনা যুক্তরাষ্ট্রের সেনা ও গোয়েন্দা সংস্থায় চলমান অস্থিরতার নতুন অধ্যায়। কয়েক মাস আগে ওই প্রাথমিক প্রতিবেদনের তথ্য ফাঁস হয় গণমাধ্যমে। তাতে দেখা যায়, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল কয়েক মাস পিছিয়েছে। অথচ ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, এই হামলায় ইরানের কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প তখন বলেছিলেন, ইরানের কর্মসূচি “পুরোপুরি নিশ্চিহ্ন” হয়ে গেছে। প্রতিবেদনের তথ্য তিনি প্রত্যাখ্যান করেন।

গত জুনের হামলার পর এক সংবাদ সম্মেলনে হেগসেথ গণমাধ্যমকে সমালোচনা করেন এই প্রতিবেদনের ওপর জোর দেওয়ার জন্য। তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের কোনো প্রত্যক্ষ প্রমাণ দেখাতে পারেননি। তখন তিনি বলেন, “আপনি চাইলে এটাকে ধ্বংস বলুন, চাইলে পরাজিত বলুন, চাইলে নিশ্চিহ্ন বলুন—শব্দ বেছে নিন। এটা ইতিহাসে এক সফল হামলা।”

ক্রুজের বরখাস্তের খবর প্রথমে প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

ট্রাম্পের রীতি হলো, যেসব সরকারি কর্মকর্তার তথ্য বা বিশ্লেষণের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন, তাদের সরিয়ে দেওয়া। এর আগেও এমন করেছেন তিনি। গত আগস্টে হতাশাজনক কর্মসংস্থান রিপোর্ট প্রকাশের পর তিনি ওই কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন। ট্রাম্প প্রশাসন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ বন্ধ করেছে, ভ্যাকসিন বিষয়ে গবেষণা বাতিল করেছে এবং সরকারি ওয়েবসাইট থেকে লিঙ্গ পরিচয় সংক্রান্ত তথ্য সরিয়েছে।

ডিআইএ প্রধানকে বরখাস্ত করার ঘটনাটি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা ও সামরিক নেতৃত্বে এক সপ্তাহের ভেতর বড় ধরনের পরিবর্তনের অংশ। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের দপ্তর, যা ১৮টি গোয়েন্দা সংস্থার কাজ সমন্বয় করে, তারা ঘোষণা করেছে যে কর্মী ও বাজেট কমানো হবে।

পেন্টাগনও জানিয়েছে, বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ডেভিড অ্যালভিন নির্ধারিত সময়ের দুই বছর আগেই অবসর নিচ্ছেন।

হেগসেথ ও ট্রাম্প আগেও বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। এর মধ্যে আছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল সিকিউ ব্রাউন জুনিয়র, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা এবং তিনটি সেনা শাখার শীর্ষ আইনজীবী।

গত এপ্রিলে হেগসেথ বরখাস্ত করেছিলেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধান জেনারেল টিম হগকে এবং ন্যাটোতে দায়িত্বে থাকা ভাইস অ্যাডমিরাল শোশানা চ্যাটফিল্ডকে।

পেন্টাগন এসব বরখাস্তের কোনো প্রকাশ্য কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, এসব কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি–সংক্রান্ত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছিলেন, যা ট্রাম্প প্রশাসনের পছন্দ হয়নি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন