Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পিএম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রনিল বিক্রমাসিংহে। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শুক্রবার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিক্রমাসিংহে শুক্রবার রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন। তার আগে তিনি একই দিনে সিআইডিকে নিজের সাক্ষ্য দিয়েছেন।

রনিল ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার পূর্বসূরী গোতাবায়া রাজাপক্ষে দেশটির শ্রীলঙ্কার গুরুতর অর্থনৈতিক সঙ্কটের কারণে গণ-অভ্যুত্থানের পর দেশ ছাড়লে বিক্রমাসিংহে প্রেসিডেন্ট পদে আসেন।

বিক্রমাসিংহকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রশংসিত করা হয়েছিল। এছাড়া তিনি ১৯৯০-এর দশক থেকে ছয়বার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিবিসি সিনহালা জানিয়েছে, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে প্রেসিডেন্ট থাকার সময়ে ২৩টি বিদেশ সফরে গিয়েছেন। এতে খরচ হয়েছে ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার)।

তার গ্রেপ্তার সম্পর্কিত অভিযোগ ২০২৩ সালে যুক্তরাজ্যে তার একটি যাত্রাবিরতির সঙ্গে যুক্ত। ওই সময়ে তিনি কিউবার জি৭৭ শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শ্রীলঙ্কার সিআইডি অভিযোগ করছে, এটি একটি ব্যক্তিগত সফর হলেও রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করা হয়েছে। তবে বিক্রমাসিংহে এ অভিযোগ অস্বীকার করেছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন