Logo
Logo
×

আন্তর্জাতিক

শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে দেওয়ার পক্ষে ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১১:৫৬ এএম

শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে দেওয়ার পক্ষে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করতে এক ধরনের বিতর্কিত পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন বলে খবর বেরিয়েছে। শনিবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দোনবাস অঞ্চল ছেড়ে দিতে রাজি হন, তবে রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তি সম্ভব।

দোনবাস অঞ্চল মূলত দোনেৎস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত। লুহানস্ক প্রায় পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে, তবে ইউক্রেন এখনও দোনেৎস্কের গুরুত্বপূর্ণ অংশ ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহর ধরে রেখেছে। এসব জায়গার প্রতিরক্ষায় ইতিমধ্যেই হাজারো প্রাণহানি ঘটেছে। জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে বলেছেন, যদি ইউক্রেন দোনেৎস্ক ও লুহানস্ক ছেড়ে দেয়, তবে তিনি দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝিয়ার ফ্রন্টলাইন স্থির করে দেবেন এবং নতুন করে আগ্রাসন চালাবেন না।

ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, যুদ্ধ থামাতে সরাসরি শান্তিচুক্তিতে যাওয়া দরকার, কারণ যুদ্ধবিরতি প্রায়ই টেকে না। তবে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে, যুদ্ধবিরতি এড়িয়ে সরাসরি চুক্তি হলে রাশিয়া বাড়তি সুবিধা পাবে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় অংশ নেবে। ট্রাম্প হুমকি দিয়েছেন, রাশিয়া চুক্তি মানতে অস্বীকার করলে যে দেশগুলো রুশ তেল কিনবে, তাদের ওপর অর্থনৈতিক শাস্তি আরোপ করবেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, “আমরা চাই আসল শান্তি, যা স্থায়ী হবে, কেবল রাশিয়ার পরবর্তী আগ্রাসনের আগ পর্যন্ত বিরতি নয়। যুদ্ধক্ষেত্রে ও আকাশে রক্তপাত থামাতে হবে। সব যুদ্ধবন্দি ও অপহৃত শিশুদের ফেরত দিতে হবে।” তবে তিনি আরও জানান, যুদ্ধবিরতি ছাড়া সরাসরি শান্তিচুক্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ইউরোপীয় নেতারা— উরসুলা ভন ডার লেয়েন, ইমানুয়েল ম্যাক্রোঁ, জর্জিয়া মেলোনি, ফ্রিডরিখ মের্জ, কিয়ার স্টার্মার, আলেকজান্ডার স্টাব, ডোনাল্ড টাস্ক ও আন্তোনিও কোস্টা— এক যৌথ বিবৃতিতে বলেছেন, “শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আমরা স্বাগত জানাই, তবে কোন ভূখণ্ড ইউক্রেন ছেড়ে দেবে, তা নির্ধারণের অধিকার কেবল ইউক্রেনের। আন্তর্জাতিক সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না।”

আগামী সোমবার জেলেনস্কি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। তার আগে ইউরোপীয় নেতারা ভিডিও কলে বৈঠক করবেন বলে ফরাসি প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন