Logo
Logo
×

আন্তর্জাতিক

শান্তি প্রতিষ্ঠায় মিয়ানমারে প্রতিনিধিদল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম

শান্তি প্রতিষ্ঠায় মিয়ানমারে প্রতিনিধিদল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ

যৌথ সংবাদ সম্মেলন চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

মিয়ানমারে শান্তি প্রক্রিয়া ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ত্বরান্বিত করতে মালয়েশিয়া, বাংলাদেশসহ আঞ্চলিক কয়েকটি অংশীদার দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাবে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের সফরের প্রথমদিনে আনোয়ার ইব্রাহিমের এই ঘোষণা দেন।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার জেলায় বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির হিসেবে পরিচিত।

এক যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারে শান্তি নিশ্চিত করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার, পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জরুরি। প্রথমে শরণার্থীদের জন্য, এরপর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের জন্য।

আনোয়ার জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ মিশন পরিচালনার জন্য মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সমন্বয় করবেন। এ উদ্যোগে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডও যুক্ত থাকবে। এ বছর আসিয়ান আঞ্চলিক জোটের চেয়ারম্যান দেশ হিসেবে মালয়েশিয়া এই উদ্যোগের নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বিপুল সংখ্যা সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা আমাদের উদ্বিগ্ন করছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, গত ১৮ মাসে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ক্রমবর্ধমান সংঘাত ও সহিংসতার কারণে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন