গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী গাজা সিটি দখলের সিদ্ধান্ত অনুমোদন করেছে। বলা হয়েছে, উত্তর গাজার সব ফিলিস্তিনি নাগরিককে কেন্দ্রীয় গাজার শিবিরে সরিয়ে দেওয়া হবে।
এই পরিকল্পনার খবর আসে যখন নেতানিয়াহু বৃহস্পতিবার ঘোষণা দেন যে, ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণে নেবে। গাজা সিটি থেকে জোরপূর্বক গণ-উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে, এরই মধ্যে ক্ষুধা ও অপুষ্টিতে আরও চারজন মারা গেছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে ইসরায়েলের তৈরি কৃত্রিম দুর্ভিক্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে।
ইসরায়েলের গাজা যুদ্ধ এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ২৫৮ জনকে হত্যা করেছে এবং আহত করেছে ১ লাখ ৫২ হাজার ৪৫ জনকে।
ইসরায়েলের বিরোধী নেতা ইয়ায়ের লাপিদ গাজা সিটি দখলের এই সিদ্ধান্তকে ‘বিপর্যয়’ বলেছেন। তার অভিযোগ, উগ্র-ডানপন্থী মন্ত্রী ইটামার বেন গভির ও বেজালেল স্মোটরিচ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এমন একটি পথে ঠেলে দিয়েছেন যা ঠিক হামাসই চাইছিল। লাপিদের মতে, এই সিদ্ধান্তে আরও অনেক জিম্মি ও সৈন্য মারা যাবে, এবং রাজনৈতিক পতন ঘটবে।
এক্স-এ তার পোস্টে তিনি লিখেছেন, নিরাপত্তা ও সামরিক পর্যায়ের মতামতের পুরো বিপরীতে, যুদ্ধরত বাহিনীর ক্লান্তি ও ক্ষয় বিবেচনা না করেই নেতানিয়াহু এমন এক পদক্ষেপে গেছেন যা মাসের পর মাস চলবে, জিম্মিদের মৃত্যু ঘটাবে, বহু সৈন্য নিহত হবে, ইসরায়েলি করদাতাদের বিলিয়ন বিলিয়ন শেকেল খরচ হবে, আর শেষ পর্যন্ত রাজনৈতিক ভাঙন ডেকে আনবে। তার মতে, এটি হামাসের ইচ্ছামতো ইসরায়েলকে এমন এক ফাঁদে ফেলবে যেখানে লক্ষ্য অস্পষ্ট, ‘পরের দিনের ছবি’ অজ্ঞাত, আর এই দখল হবে এক অর্থহীন অভিযান যা কোথায় যাবে কেউ জানে না।