ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অভিবাসীবাহী নৌকাগুলো প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন করে এবং সমুদ্রযাত্রার জন্য উপযুক্ত নয় / ইউএস নেভাল ফোর্সেস ইউরোপ-আফ্রিকা - মার্কিন ষষ্ঠ নৌবহর - পাবলিক ডোমেইন। প্রতীকী ছবি
রবিবার ইয়েমেন উপকূলে ঝড়ের মধ্যে একটি নৌকা ডুবে গেলে ৬০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। নৌকাটি ইয়েমেনের দক্ষিণের আবিয়ান প্রদেশের উপকূলে উল্টে যায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৬৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১২ জনকে জীবিত উদ্ধার করা গেছে। আরও অনেকে এখনো নিখোঁজ। খবর বিবিসির।
আইওএম জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। সংস্থাটি ঘটনাটিকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছে।
আফ্রিকার হর্ন অঞ্চল থেকে গালফ অঞ্চলের দেশগুলোর দিকে কাজের খোঁজে যাওয়া অভিবাসীদের জন্য ইয়েমেন এখনো একটি গুরুত্বপূর্ণ পথ। আইওএম বলছে, গত কয়েক মাসেই শত শত মানুষ এই পথে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।
আবদুসাত্তোর এসোয়েভ জানান, বিপজ্জনক এই সমুদ্রপথে প্রায় ১৫৭ জন অভিবাসীকে নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। ইয়েমেনের উপকূলীয় এই দীর্ঘ এলাকা প্রায়ই মানবপাচারকারীরা ব্যবহার করে।
অনেকেই ইয়েমেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সৌদি আরবের দিকে রওনা দেন জীবিকার খোঁজে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, দক্ষিণ ইয়েমেনের খানফার জেলায় উপকূলে ৫৪ জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও ১৪টি মৃতদেহ আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের একটি হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
আবিয়ান নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং উপকূলের বিস্তীর্ণ এলাকায় অনেক মৃতদেহ ছড়িয়ে আছে।
আইওএম এক বিবৃতিতে বলেছে, তারা এই মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
সংস্থাটির একজন মুখপাত্র বলেন, এই ঘটনা দেখিয়ে দেয় কতটা জরুরি অভিবাসীদের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, বিশেষ করে যখন পাচারকারীরা অসহায় মানুষদের বিপদের মধ্যে ঠেলে দেয়।
এসোয়েভ বলেন, পাচারকারীদের ফাঁদে যাতে কেউ না পড়ে, সেজন্য প্রতিটি রাষ্ট্রকে নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ বাড়াতে হবে।
তিনি বলেন, আমরা প্রতিটি সদস্য রাষ্ট্রকে আহ্বান জানাই যেন তারা বৈধ অভিবাসনের পথ বাড়ায়, যাতে মানুষ পাচারকারীদের প্রলোভনে পড়ে বিপজ্জনক পথে না যায়।
আইওএম আগেই জানিয়েছিল, আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেনের পথে যাত্রা পৃথিবীর সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক অভিবাসনপথগুলোর একটি।
চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের ধুবাব জেলার উপকূলে দুটি নৌকা ডুবে যায়, যাতে ১৮০ জনের বেশি অভিবাসী ছিলেন। rough sea-র কারণে নৌকা ডুবেছিল। কেবল দুইজন ক্রু উদ্ধার হন, বাকি সবাই নিখোঁজ এবং তাদের মৃত্যুর আশঙ্কা করা হয়।
আইওএম-এর এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে আসা অভিবাসীরা জানিয়েছে, পাচারকারীরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা ইচ্ছাকৃতভাবে খারাপ আবহাওয়ার মধ্যেও নৌকা ছাড়ছে যেন নিরাপত্তা টহল এড়িয়ে যাওয়া যায়।
এইসব ঝুঁকি সত্ত্বেও বহু অভিবাসী যাত্রা চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালেই ৬০ হাজারের বেশি মানুষ ইয়েমেনে পৌঁছেছে।
গত এক দশকে আইওএম-এর নিখোঁজ অভিবাসী প্রকল্পে ৩৪০০’র বেশি মৃত্যু ও নিখোঁজের তথ্য রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৪০০ জনের মৃত্যু হয়েছে সাগরে ডুবে যাওয়ার কারণে।