Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েল হামাসের সঙ্গে শান্তিচুক্তিতে সম্মত: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম

ইসরায়েল হামাসের সঙ্গে শান্তিচুক্তিতে সম্মত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল হামাসের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তিতে সম্মত হয়েছে। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধ বন্ধে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ সময়ের মধ্যে একটি চূড়ান্ত শান্তি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “ইসরায়েল প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে, যার মাধ্যমে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা যাবে। এই সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধের স্থায়ী সমাপ্তির লক্ষ্যে।” তিনি আরও জানান, কাতার ও মিসরের প্রতিনিধিরা এই চূড়ান্ত প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেবেন।

ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে ট্রাম্পের এই ঘোষণার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এখনো পরিষ্কার নয়, ইসরায়েল কী কী শর্তে সম্মত হয়েছে। এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন যে ইসরায়েল যুদ্ধ শেষ করতে রাজি হয়েছে। এমনকি তার শপথ নেওয়ার আগেই একটি যুদ্ধবিরতির আলোচনা হয়। তবে বারবারই এসব প্রক্রিয়া ভেঙে পড়ে, কারণ দুই পক্ষই বন্দি বিনিময় সংক্রান্ত শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে।

এবারের দাবিটি সামনে এলো এমন এক সময়ে যখন ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সফলভাবে সম্পন্ন করেছেন। একই দিনে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেন।

ট্রাম্প লিখেছেন, “যারা মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন সেই কাতার ও মিসরের প্রতিনিধিরাই এই চূড়ান্ত প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেবেন। আমি আশা করি, হামাস এই প্রস্তাব গ্রহণ করবে। কারণ এটি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে আগামী সপ্তাহে বন্দি বিনিময়ের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, এ বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন এবং তাকে দ্রুত যুদ্ধবিরতির ব্যাপারে ‘দৃঢ়’ অবস্থান জানাবেন।

হামাস বলেছে, তারা যুদ্ধবিরতির কোনো প্রস্তাবের আওতায় গাজায় অবশিষ্ট বন্দিদের মুক্ত করতে প্রস্তুত। অপরদিকে, ইসরায়েল জানিয়েছে, যুদ্ধের ইতি টানা সম্ভব হবে কেবল তখনই, যখন হামাস পুরোপুরি নিরস্ত্র ও ভেঙে ফেলা হবে। দুই পক্ষই এখনও নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি।

এই আলোচনার মধ্যেই সোমবার গাজার উপকূলবর্তী আল-বা’কা ক্যাফেতে ইসরায়েলের হামলায় ২৪ থেকে ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় চিকিৎসা সংস্থাগুলো। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ মানুষকে হত্যা করে এবং ২৫১ জনকে গাজায় নিয়ে যায়। এর পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত ৫৬ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক। প্রায় ২৩ লাখ মানুষের পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে এবং গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন