ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানালেন
হামলায় পরমাণু স্থাপনায় ‘গুরুতর’ ক্ষতি হয়েছে

আব্বাস আরাকচি। ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ‘গুরুতর’ ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। ইরানের টেলিভিশনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই সংবাদ প্রকাশ করেছে। বিবিসির খবরে বলা হয়, ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা।
তবে তার এ বক্তব্যের আগেই ভাষণ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি দাবি করেছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যাহত হয়নি।
খামেনি বলেন, মার্কিন হামলা কোনো গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারেনি। ট্রাম্প বোমা হামলার প্রভাবকে ‘অতিরঞ্জিত’ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘বিজয়’ অর্জন করায় ইরানি জাতিকে খামেনি অভিনন্দনও জানান।
কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আরাকচির দেওয়া বক্তব্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। যদিও তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে আলোচনা আবার শুরু করার কোনো পরিকল্পনা নেই।
গত ১২ জুন ইসরায়েল হামলা শুরু করার পরই ইরান নির্ধারিত ষষ্ঠ দফা আলোচনা বাতিল করে।
আরাকচি বলেন, আমি স্পষ্ট করে জানাতে চাই, নতুন কোনো আলোচনা শুরু করার বিষয়ে কোনো চুক্তি, বন্দোবস্ত বা আলোচনা হয়নি। সরকার এখন ইরানের জনগণের স্বার্থে বিষয়টি বিবেচনা করছে এবং কূটনৈতিক নীতি নতুন রূপ পাবে। যদিও তিনি এই নতুন রূপ কেমন হবে তা ব্যাখ্যা করেননি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানকে আবার আলোচনার টেবিলে আনতে ট্রাম্প প্রশাসন ৩০ বিলিয়ন ডলার মূল্যের একটি বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচির প্রস্তাবসহ নিষেধাজ্ঞা শিথিল ও আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়ে আলোচনা করছে। তবে ইরানের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়াতে পারে।
গত বুধবার ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইইএই) সঙ্গে সহযোগিতা বন্ধের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। এ বিল কার্যকর হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে।
ইসরায়েল বলেছে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি পরিকল্পনা প্রতিহত করতেই তারা এই সামরিক অভিযান চালিয়েছে। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক ব্যবহারের জন্য।