বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রস্তুত ভারত: রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘উপযুক্ত পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে সব বিষয়েই আলোচনা করতে প্রস্তুত ভারত। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক মোকাবিলা করা যায়।
আজ শুক্রবার (২৭ জুন) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা গঙ্গাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করি। এই বিষয়ে আলোচনা চালিয়ে নিতে দুই দেশের একটি যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে। খবর দ্য হিন্দুর।
বাংলাদেশ ১৯ জুন পাকিস্তান ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক পরামর্শ সভায় অংশ নেয়। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, আমরা আমাদের আশপাশের অঞ্চলের উন্নয়ন এবং সেগুলো ভারতের স্বার্থ ও নিরাপত্তার ওপর কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে নিরবচ্ছিন্ন নজরদারি করি। আমাদের প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক স্বতন্ত্র হলেও, সেই সম্পর্কগুলো পরিবর্তিত প্রেক্ষাপটের আলোকে বিবেচিত হয়।
বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ন্যায়বিচার, সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতে ভারতে কিছু সংশোধিত বাণিজ্যিক শর্ত প্রস্তাব করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলোর একটি ন্যায্য সমাধান প্রত্যাশিত। এ বিষয়ে অতীতেও আমরা একাধিকবার গঠনমূলক বৈঠক করেছি, এমনকি সচিব পর্যায়েও।
ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ধ্বংসের প্রসঙ্গে জয়সওয়াল বলেন, আমরা জানতে পেরেছি যে কিছু কট্টরপন্থি ওই মন্দির ভাঙার দাবি তোলে। এরপর অন্তর্বর্তী সরকার নিরাপত্তা না দিয়ে বরং ‘অবৈধ জমি ব্যবহারের’ অজুহাতে মন্দির ভাঙার অনুমতি দেয়। আমরা এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করছি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, তাদের উপাসনালয় ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করাটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।