Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলকে চূর্ণ করেছি, আমেরিকার মুখে কঠিন চড় মেরেছি: খামেনি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৭:০৫ পিএম

ইসরায়েলকে চূর্ণ করেছি, আমেরিকার মুখে কঠিন চড় মেরেছি: খামেনি

ইরান-ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মহান ইরানি জাতি ভুয়া জায়নবাদী শাসনের ওপর বিজয় অর্জন করেছে। সব প্রচার, সব দাবি সত্ত্বেও জায়নবাদী শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল এবং ইসলামি প্রজাতন্ত্রের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘বিজয়ের’ দাবি করেছেন তিনি। খামেনি বলেন, ‘আমি ইরানের মহান জাতিকে তিনটি শুভেচ্ছা জানাতে চাই। প্রথমত, মিথ্যা জায়নবাদী শাসনের ওপর বিজয়ের জন্য। দ্বিতীয়ত, মার্কিন শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য। আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায়, কারণ, তারা বুঝেছিল, না হলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। তবুও তারা কিছু অর্জন করতে পারেনি। এখানে ইসলামি প্রজাতন্ত্র জয়ী হয়েছে। আমরা আমেরিকার মুখে একটি কঠিন চড় মেরেছি। 

ইরানি জনগণের ঐক্যের ভূয়সী প্রশংসাও করে খামেনি বলেন, ‘প্রায় ৯ কোটি মানুষের এই জাতি এক কণ্ঠে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’

ইসরায়েলের হামলার সময় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল বলেও খামেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তখন সামরিকভাবে কোনো তৎপরতা দেখাইনি। কিন্তু শুরু থেকেই অনুমান করা যাচ্ছিল, এই ষড়যন্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে। ইসরায়েলকে শাস্তি দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও কঠোর শাস্তির পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপই প্রমাণ করে জায়নবাদী শাসন দুর্বল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন