মহান নেতা নেতানিয়াহুর বিচার বন্ধ করা উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে "একটি ডাইনীবিদ্যা-শিকার" বলে আখ্যা দিয়েছেন এবং এই মামলা বন্ধ করার অথবা তাঁকে ক্ষমা দেওয়ার দাবি জানিয়েছেন। বুধবার তিনি নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এই মন্তব্য করেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে মামলা হয়। তাঁর বিচার শুরু হয়েছে ২০২০ সালে এবং এটি তিনটি পৃথক অপরাধমূলক মামলার অংশ। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।
ট্রাম্প তাঁর পোস্টে বলেন, “নেতানিয়াহুর বিচার এখনই বন্ধ হওয়া উচিত, অথবা তাঁকে ক্ষমা দেওয়া উচিত। তিনি ইসরায়েল রাষ্ট্রের জন্য যে অবদান রেখেছেন, তার জন্য তিনি একজন মহান নায়ক।” ট্রাম্প আরও জানান, তিনি শুনেছেন নেতানিয়াহুকে সোমবার আদালতে হাজির হতে হবে।
ট্রাম্প লেখেন, “একজন মানুষের বিরুদ্ধে, যিনি দেশের জন্য এত কিছু করেছেন, এমন মামলার কথা ভাবাও যায় না। এটা সম্পূর্ণ অনুচিত।”
ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, ৩ জুন থেকে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছে এবং সেটি এক বছরের বেশি সময় ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জগ নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার সাংবিধানিক ক্ষমতা রাখেন। তবে তিনি ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন, “এই মুহূর্তে এমন কোনো অনুরোধ আসে নাই এবং এটি আলোচনার বিষয় নয়।”
ট্রাম্প আরও বলেন, “ইসরায়েলকে বাঁচিয়েছিল আমেরিকা। এখন আমেরিকাই নেতানিয়াহুকে বাঁচাবে।”
তবে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের এই সমর্থন ঠিক তার আগের দিনের বক্তব্যের সঙ্গে মেলে না। মঙ্গলবার তিনি ইসরায়েলের সমালোচনা করেছিলেন যুদ্ধবিরতির পর ইরানের ওপর আবার বোমা বর্ষণ করার কারণে।
সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “আমরা যখন চুক্তি করলাম, তখনই ইসরায়েল এত বিশাল পরিমাণ বোমা ফেলল—আমি আগে এমন দেখিনি। সবচেয়ে বড় আক্রমণ ছিল এটা। আমি এতে সন্তুষ্ট না।”
তিনি আরও বলেন, “ইরান আর ইসরায়েল এতদিন ধরে এত কঠিনভাবে যুদ্ধ করেছে যে তারা নিজেরাও বুঝতে পারছে না কী করছে।”