Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে স্থানীয় সময় সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার শুরুতে পুতিন এ কথা বলেন। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন। ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। 

এদিকে ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাগচি বলেন, রাশিয়া ‘সঠিক ইতিহাসের পক্ষে’ অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন