Logo
Logo
×

আন্তর্জাতিক

আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জেরুজালেম-তেল আবিবে বিস্ফোরণের শব্দ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:৩৮ পিএম

আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জেরুজালেম-তেল আবিবে বিস্ফোরণের শব্দ

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের ক্ষতিগ্রস্ত একটি ভবনের চিত্র। ছবি: সংগৃহীত

আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেম ও তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হেনেছে মিসাইলগুলো। 

আজ শুক্রবার (২০ জুন) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার পর জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরেও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সারাদেশের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ অবস্থায় হামলা প্রতিহতে ইসরায়েলের বিমানবাহিনী কাজ করছে বলে জানিয়েছে দেশটি।

বারবার ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া উত্তরের হাইফা এলাকা এবং দক্ষিণে বে'র শিবা নতুন করে  পরিণত হয়েছে লক্ষ্যবস্তুতে। সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরও পাওয়া গেছে। 

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জরুরি চিকিৎসা দলের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নতুন এই হামলায় শনাক্ত করা হয়েছে প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন সতর্কতা বাজছে বলে জানিয়েছে দখলদার দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।

এদিকে, ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে আলজাজিরার দেওয়া লাইভ আপডেটে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবার বরাতে বলা হয়েছে, তারা এই হামলায় আঘাতপ্রাপ্ত ১৭জনকে সেবা দিয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। 

উল্লেখ্য, ইসরায়েলে কী ঘটছে তা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। অবশ্য যখন ইরানের হামলায় কোনো প্রভাব পড়ে তখনই কেবল সেই প্রভাবের খবর ছড়িয়ে পড়ে। যদিও ইসরায়েলে যুদ্ধ সময়ে আক্রান্ত হওয়ার খবর প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করা। সম্প্রতি সেই বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। শুধু তাই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংবেদনশীল বা সামরিক স্থাপনা বিবেচিত স্থান আক্রান্ত হলে এবং কোনো ব্যক্তি যদি ওই তথ্য উন্মোচন করে তবে তাকে কারাগারে পাঠানোর হুমকিও দেওয়া হয়েছে। এরপরও হামলার পরপরই আক্রান্ত স্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন