Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি

Icon

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:৪৫ পিএম

ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। ইসরাইলকে ভুলের মাশুল দিতে হবে। খবর আল-জাজিরার।

খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করে বলেন, যারা ইরানের ইতিহাস জানে, তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না।

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে এর ফলাফল হবে অপূরণীয়।

এ বক্তব্য এমন সময় এলো, যখন ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইরানের নেতার অবস্থান জানার দাবি করে হুমকি দিয়েছেন। খামেনির এ কড়া প্রতিক্রিয়া এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।এর আগে গতকাল মঙ্গলবার খামেনিকে ইরানের ‘তথাকথিত’ সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোস্যালে এক পোস্টে তিনি দাবি করেন, খামেনির অবস্থান তারা জানেন। তবে তাকে এখনই হত্যা করবেন না।

আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।

তবে ‘আমাদের’ বলতে তিনি কী বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি।

এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘শর্তহীন আত্মসমর্পণ।’ এর মাধ্যমে মূলত ইরানকে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন