ইসরায়েলের ওপর কয়েক ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৪:০২ পিএম
ইসরায়েলের বিরুদ্ধে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর জেষ্ঠ্য কমান্ডার কিওমারস হায়দারি এই তথ্য জানান।
ওই সেনা কর্মকর্তা বলেন, কয়েক ঘণ্টার মধ্যেই তেল আবিবের ভূখণ্ডে শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার রাতে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলার পর তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এখনও তেল আবিবের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
গণমাধ্যমটি বলছে, ওই হামলার পর এবার আরও ভয়াবহ ও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের রেভল্যুশনারি গার্ড বলেছে, অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ তেল আবিবের ওপর আছড়ে পড়বে।