Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:২১ এএম

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৫ জুন) ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।

জানা গেছে, কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশির পথে যাত্রারত একটি হেলিকপ্টার দুর্গম বনাঞ্চলে পড়ে যায়। এতে থাকা সাতজনের কেউই বেঁচে ফেরেননি। বিধ্বস্ত হওয়া আরিয়ান এভিয়েশন পরিচালিত উড়োজাহাজটি উড্ডয়নের দশ মিনিটের মাথায় গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মধ্যবর্তী এলাকায় ভেঙে পড়ে।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়, ভোর ৫টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ছিলেন ছয়জন তীর্থযাত্রী (একটি শিশু সহ) এবং একজন পাইলট। যাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং উত্তরাখণ্ড থেকে।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি ও বৈরী আবহাওয়াকে দায়ী করেছে প্রশাসন। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে উদ্ধারকারী সংস্থাগুলোকে খবর দেন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও রাজ্য দুর্যোগ সংস্থার টিম ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় শোক জানিয়ে বলেন, “রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আমরা শোকাহত। প্রশাসন ও উদ্ধার সংস্থাগুলো মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।”

গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যে মেঘানিনগর এলাকায় বিধ্বস্ত হয়। এতে ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন