ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আজ শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদের এক অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। দুনিয়া নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, পাকিস্তান সবসময়ই নিজেদের অবস্থানে অটল থেকে ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেয়নি এবং কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কও স্থাপন করেনি।
প্রতিবেদনে বলা হয়, খাজা আসিফ বলেন, ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। তবে এই হামলায় ইসরায়েল একা কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী করেন, ইরান পাকিস্তানের নিকটবর্তী দেশ এবং তাদের সম্পর্ক বহু শতাব্দী ধরে টিকে আছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ইরানের পাশে আছে বলেও জানান তিনি। তার ভাষায়, ইরানিরা তাদের ভাই, তাদের যন্ত্রণায় তারাও ব্যথিত। তাই ইরানের স্বার্থ রক্ষা করা পাকিস্তানের কর্তব্য।
খাজা আসিফ আরও বলেন, বর্তমানে ইসরায়েল একসাথে ইয়েমেন, ইরান ও ফিলিস্তিনকে টার্গেট করছে। এ অবস্থায় মুসলিম বিশ্বের পারস্পরিক সংহতি ও ঐক্য অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে বলেন, আজ যদি মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে এবং নিজেদের মধ্যে বিভক্ত থাকে, তাহলে ভবিষ্যতে সবাইকে ইসরায়েলের টার্গেটে পরিণত হতে হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মতে, পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিম জনগণও এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হচ্ছেন, তাদের মানবিকতা জাগ্রত হয়েছে। অথচ মুসলিম বিশ্ব এখনও ঘুমিয়ে রয়েছে।