Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৩:৫৬ পিএম

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েল শুক্রবার (১৩ জুন) ভোরে তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ ইরানে সবচেয়ে বড় বিমান হামলা চালায়। একের পর এক বিমান হামলায় প্রথমে ইরানের সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা কাঠামোতে আঘাত করে। হামলায় ইরানের শীর্ষ তিন সামরিক কর্মকর্তা ও ৬ জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হন।

এই হামলার জবাবে ইরান আজ শনিবার ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবর ও ছবি থেকে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল তাই নয়, বস্তুগত ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিশন লেজিওনের একটি আবাসিক এলাকার কাছে ইরান প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একাধিক ভবনের ব্যাপক ধ্বংসস্তূপ দেখতে পান।

সিএনএনের যাচাই করা এক ভিডিওতে দেখা গেছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পেন্টাগন বলে পরিচিত তেল আবিবের কিরিয়া এলাকায় আঘাত হানে। এই এলাকাতেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান দপ্তর অবস্থিত।

এক প্রত্যক্ষদর্শীর কাছের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইরানি একটি ক্ষেপণাস্ত্র ভূমিতে আঘাত হানে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আঘাতের জায়গা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

তেল আবিবের পূর্বে অবস্থিত শহর রামাত গানেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। ইরানি হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই দেখা গেছে বার্তা সংস্থা এপির তোলা ছবি থেকে। তেল আবিবেও ইরানি হামলায় অনেকগুলো আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ইসরায়েলের মধ্যাঞ্চলের উপকূলীয় শহর নেতানিয়াও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস জানিয়েছে, গতরাতের সীমিত পদক্ষেপের মধ্যেই এই সংঘাত শেষ হবে না। আগ্রাসনকারীদের জন্য এই হামলা হবে যন্ত্রণাদায়ক ও অনুশোচনামূলক। ইরান আগামীতে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালাবে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। আহতদের বেশির ভাগই শেবা, ইচিলভ, বেইলিনসন, উল্ফসোন, কাপলান এবং শামির হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন