Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে রাতভর ব্যাপক পাল্টাপাল্টি হামলার পর গাজার দিক থেকে এই রকেট হামলা চালানো হলো আজ শনিবার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে গাজা সীমান্তের বেড়ার আশেপাশে সতর্কতা জারি করা হয়েছে। দুটি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি খোলা জায়গায় পড়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াইয়ে সামরিক ও আর্থিক সহায়তার জন্য ইরানকে বারবার ধন্যবাদ জানিয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন