Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মুহুর্মুহু কাঁপছিল তেল আবিব

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০২:৩১ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মুহুর্মুহু কাঁপছিল তেল আবিব

ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের একাধিক নগর। বিভিন্ন শহরে পরপর ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় এলাকাজুড়ে কম্পন ছড়িয়ে পড়ে। এমনই এক শঙ্কা ও আতঙ্কময় অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন তেলআবিবের বাসিন্দারা।

আল-জাজিরা জানায়, ইরানের প্রতিশোধমূলক হামলার সময় “সবকিছু কাঁপছিল”—তেলআবিবে হামলার সময় এভাবেই পরিস্থিতির বর্ণনা দিয়েছেন অনেক ইসরায়েলি।

ভয়াবহ বিস্ফোরণের পর, ইসরায়েলি উদ্ধারকর্মীরা এক বহুতল ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কয়েক ঘণ্টা ধরে কাজ চালায়। এক প্রত্যক্ষদর্শী চেন গ্যাবিজন জানান, সতর্কতা বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটি বাংকারে আশ্রয় নেন। “কয়েক মুহূর্ত পর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল, পুরো ভবন দুলছিল। ধোঁয়া ও ধুলায় চারপাশ ঢেকে গিয়েছিল,” বলেন তিনি।

তিনি আরও জানান, যদি আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে একটু দেরি হতো, তাহলে তারা কেউই বেঁচে থাকতেন না।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত তিনজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামে ইরান ব্যাপক হামলা চালায় এবং প্রায় ১৫০টির বেশি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম জানায়, ইরান প্রধানত নেভাতিম ও ওভদা ঘাঁটি লক্ষ্যবস্তু বানায়, যেগুলো থেকে ইসরায়েল তাদের ওপর হামলা চালায়। এছাড়া টেল নোফ ঘাঁটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প অঞ্চলেও আঘাত হানে।

বহু পর্যায়ে চালানো এই অভিযানে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

ইরানের সামরিক নেতারা বলছেন, তাদের ভূখণ্ডে ও পরমাণু বিজ্ঞানীদের ওপর চালানো অভ্যন্তরীণ ও বহিঃশত্রু হামলার জবাব হিসেবেই এই প্রতিশোধ নেওয়া হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন