Logo
Logo
×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তাল সংঘাত: ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত, উত্তপ্ত গোটা অঞ্চল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১০:৫৭ এএম

মধ্যপ্রাচ্যে উত্তাল সংঘাত: ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত, উত্তপ্ত গোটা অঞ্চল

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ঘনিয়ে এসেছে। শুক্রবার ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় শতাধিক ইরানি নিহত হওয়ার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে। শনিবার ভোররাতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান দাবি করেছে, তারা ‘Honest Promise 3’ নামে নতুন সামরিক অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলে হামলা ও ক্ষয়ক্ষতি: ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের দিক থেকে ছোড়া ডজনাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হয়েছে। তবে রাজধানী তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার রাতে তেল আবিবে একজন এবং শনিবার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে আরেকজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলের রেসকিউ সংস্থা জানায়, তেল আবিব অঞ্চলে রাতের হামলায় অন্তত ৩৪ জন আহত হন। শনিবারের হামলায় আরও ১৯ জন আহত হয়েছেন।

ইরানের ভেতরে বিস্ফোরণ: তেহরানের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানায়, রাজধানীর মেহরাবাদ বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ বিমানবন্দরে ইরানের বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে। এছাড়া হাকিমিয়ে ও তেহরানপার্স অঞ্চলেও বিস্ফোরণ হয়েছে বলে জানানো হয়।

হামলার পর কূটনৈতিক প্রতিক্রিয়া: ইরানে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘে ইরানি প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও রয়েছেন এবং আহত হয়েছেন ৩২০ জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইরাভানি বলেন, “এই হামলার মাধ্যমে ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টা ধ্বংস করতে এবং মধ্যপ্রাচ্যকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।” তিনি যুক্তরাষ্ট্রকে এই হামলার নেপথ্যে থাকার অভিযোগও করেন।

যুক্তরাষ্ট্রের দ্বৈত অবস্থান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার পর ভিন্নমুখী মন্তব্য দিয়েছেন। প্রথমদিকে তিনি ইসরায়েলকে কূটনীতি চালিয়ে যেতে বলেন, তবে হামলার পর এটিকে ‘চমৎকার আক্রমণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, তিনি হামলার বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন।

প্যালেস্টাইনেও রক্তপাত: গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নুসেইরাতের কাছে ত্রাণ নিতে আসা মানুষদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলিতে বহু ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছেন আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শারিফ। এছাড়া গাজার উপকূলবর্তী এলাকায় শরণার্থী শিবিরেও ইসরায়েলি নৌবাহিনীর হামলায় হতাহত হয়েছেন অনেকে। গাজায় ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বৈঠক বাতিল: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সপ্তাহে জাতিসংঘে নির্ধারিত ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। এই সম্মেলনটি নিউইয়র্কে ১৭–২০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পশ্চিম তীর বন্ধ, উত্তেজনা চরমে: ইসরায়েল সাময়িকভাবে পশ্চিম তীরের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। এখন কেউ বিশেষ অনুমতি ছাড়া প্রবেশ বা প্রস্থান করতে পারছেন না। জেরুজালেমের মার্কিন দূতাবাস তাদের কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে এবং ভবিষ্যৎ ভ্রমণ সীমিত করা হতে পারে বলে সতর্কতা জারি করেছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন