৩০টি মরদেহ উদ্ধার
বিধ্বস্ত উড়োজাহাজে কারও জীবিত থাকার সম্ভাবনা নেই: পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
ভারতের আহমেদাবাদে আবাসিক এলাকায় এয়ার ইনডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ভবনে আরও অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই জানানো হবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৮ মিনিটে ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমানবন্দরের পাশে ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটি ব্রিটিশ রাজধানী লন্ডনের দক্ষিণে অবস্থিত গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘যে ভবনটির ওপর উড়োজাহাজটি ভেঙে পড়েছে, তা চিকিৎসকদের হোস্টেল। আমরা ইতিমধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় অভিযান চালিয়েছি, শিগগির বাকি অংশেও অভিযান চালানো হবে।’