Logo
Logo
×

আন্তর্জাতিক

গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় ছিলেন বিধ্বস্ত উড়োজাহাজে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:৩৯ পিএম

গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় ছিলেন বিধ্বস্ত উড়োজাহাজে

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বিমানটির বিজনেস ক্লাসের জন্য নিজের চেক-ইন সম্পন্ন করেন।

জানা গেছে,  গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ের জোন ওয়ান থেকে বিমানের বোর্ডিংয়ের সময় ছিল দুপুর ১২ টা ১০ মিনিট। তার আসন নাম্বার ছিল ২ডি। তবে দুর্ঘটনায় তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যারমধ্যে ২৩০ জন যাত্রী। আর বাকি ১২ জন ক্রু। বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

বিজয় ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন। তাকে নিয়ে উদ্বিগ্ন বিজেপি। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন