ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন ডোনাল্ড ট্রাম্প

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক আর টিকছে না—এ কথা স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাস্কের সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক এখন অতীত।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মাস্কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কি চূড়ান্তভাবে শেষ হয়ে গেছে? উত্তরে ট্রাম্প বলেন, "হ্যাঁ, আমি তাই ধরে নিচ্ছি।" আরও জিজ্ঞেস করা হয়, ভবিষ্যতে সম্পর্ক আবার স্বাভাবিক করার কোনো ইচ্ছা আছে কি না—ট্রাম্প স্পষ্টভাবে বলেন, "না।"
উল্লেখ্য, ইলন মাস্ক মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারণার পেছনে কোটি কোটি ডলার অনুদান দেন, এবং ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাঁকে হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবেও দেখা যায়। তবে সম্প্রতি ট্রাম্পের ট্যাক্স ও বাজেট পরিকল্পনার কড়া সমালোচনা করেন মাস্ক। এই ঘটনাকে কেন্দ্র করেই দুজনের মধ্যে টানাপোড়েন শুরু হয়, যা এখন গড়িয়েছে সম্পর্কচ্ছেদের পর্যায়ে।