Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:২৯ পিএম

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই যুদ্ধবিরতির প্রস্তাব করেছিল। গতকাল বুধবার নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটে একমাত্র যুক্তরাষ্ট্রই এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ১৪ সদস্যদেশ প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়।

এদিকে সকালেও ইসরায়েল গাজা উপত্যকায় তীব্র হামলা চালিয়ে যাচ্ছে। গাজা শহরের জেইতুন এলাকায় অন্তত তিনজন এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে ছয়জন নিহত হয়েছেন।

গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে। এর আগে সহায়তা নেওয়ার সময় শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হন ইসরায়েলি গুলিতে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৬০৭ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে এবং ১ লাখ ২৫ হাজার ৩৪১ জন আহত হয়েছেন—এ তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষ জিম্মা হন হামাসের হাতে। সেই থেকে ইসরায়েল গাজায় অবিরাম হামলা চালাচ্ছে।

সূত্র: আল জাজিরা

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন