Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে জেল ভেঙে পালিয়েছে দুই শতাধিক কয়েদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম

পাকিস্তানে জেল ভেঙে পালিয়েছে দুই শতাধিক কয়েদি

পাকিস্তানের করাচির একটি জেল থেকে দুই শতাধিক কয়েদি পালিয়ে গেছে। গতকাল  সোমবার রাতে কয়েকটি ছোট ভূমিকম্পের পর কর্তৃপক্ষ আতঙ্কিত কয়েদিদের সেল থেকে বাইরে আসার সুযোগ দেওয়ার পর এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে গোলাগুলিতে এক কয়েদি নিহত হয়েছে। আহত হয়েছেন তিন কারাকর্মী, বলেছেন সিন্ধুর পুলিশপ্রধান গুলাম নবি মেমন। পালিয়ে যাওয়া বেশিরভাগ কয়েদি-ই মাদকাসক্ত বা ছোটখাটো অপরাধে জড়িত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কারণে হাজারও বন্দিকে জেলখানার ভেতরে খোলা আঙিনায় আসার অনুমতি দেওয়া হয়েছিল। আর সেই সুযোগে ওই কয়েদিরা পালান।

সিন্ধু প্রদেশের আইনমন্ত্রী জিয়াউল হাসান লানজার জানান,

করাচির মালির জেলার ওই কারাগারের কর্তৃপক্ষ রাত পৌনে একটার দিকে আনুমানিক দুই হাজার বন্দিকে তাদের ব্যারাক থেকে বাইরে গণনার জন্য নিয়ে আসে। সেই সুযোগে পালানো শুরু হয়। মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ তৎপরতা চলে।

পুলিশ বলছে, কয়েদিরা কারা কর্মীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিলে গোলাগুলি শুরু হয়। এরপর ওই বন্দিরা কারা কর্মীদের কারাগারের সদর দরজা খুলে দিতে বাধ্য করে।

তবে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ কয়েদিই জেলখানার বাইরের দেয়াল দিয়ে পালিয়েছেন। 

২১৩ বন্দি পালালেও মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭৮ জনকে ধরে আনা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন