Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৫:১৫ পিএম

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ‘ওয়ার্ক ভিসা’ স্থগিত করেছে সৌদি আরব। আগামী মাস অর্থাৎ, জুন নাগাদ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব টাইমসের।

ওয়ার্ক ভিসার নিষেধাজ্ঞায় থাকা অন্যদেশগুলো হলো- ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

প্রতিবেদনটিতে বলা হয়, দেশটির হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় ওয়ার্ক ভিসা স্থগিতের এ ঘোষণা দিয়েছে। হজ মৌসুম শেষেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সৌদি সরকারের নতুন এ সিদ্ধান্তের জন্য হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন