Logo
Logo
×

আন্তর্জাতিক

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত, উদ্বিগ্ন ছাত্রসমাজ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:৪৯ এএম

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত, উদ্বিগ্ন ছাত্রসমাজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা দেশটির সবচেয়ে পুরনো ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সরকারের সম্পর্ক আরও টানাপড়ার মধ্যে ফেলেছে।

হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, হার্ভার্ড "আইন না মানায়" তাদের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের (SEVP) অনুমোদন বাতিল করা হয়েছে। তিনি বলেন, "এটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি সতর্কবার্তা।"

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্তকে "অবৈধ এবং প্রতিহিংসামূলক" আখ্যা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "আমরা বিশ্বের ১৪০টিরও বেশি দেশের শিক্ষার্থী ও গবেষকদের হার্ভার্ডে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্ত কেবল আমাদের সম্প্রদায়ের জন্য নয়, গোটা জাতির জন্যও মারাত্মক হুমকি।"

এখনকার এই সিদ্ধান্ত ৬,৭০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে প্রভাবিত করতে পারে, যা হার্ভার্ডের মোট ছাত্রসংখ্যার প্রায় ২৭%।

 অস্ট্রেলীয় ছাত্রী সারাহ ডেভিস বলেন, "আমরা স্নাতক হওয়ার মাত্র পাঁচ দিন আগে এমন একটা খবর পেলাম। এখন আমরা এই দেশে থাকতে পারব কি না, কাজ করতে পারব কি না—সবই অনিশ্চিত।"

সুইডিশ ছাত্র লিও গার্ডেন বলেন, "হার্ভার্ডে ভর্তি হওয়ার দিনটিই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন। কিন্তু মাত্র এক সপ্তাহ আগে যদি বলা হয়, সব শেষ—তাহলে সেটি খুবই অমানবিক। আন্তর্জাতিক ছাত্ররা এখন হার্ভার্ড আর হোয়াইট হাউসের টানাপড়েনের ‘মুদ্রা’ হয়ে গেছে।"

সরকার হার্ভার্ডকে ৭২ ঘণ্টার সময় দিয়েছে—গত ৫ বছরে ভর্তিকৃত সব বিদেশি শিক্ষার্থীর শাস্তিমূলক রেকর্ড, অবৈধ বা সহিংস কর্মকাণ্ডের ভিডিও, অডিও বা ইলেকট্রনিক প্রমাণ সরবরাহ না করলে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ট্রাম্প প্রশাসন অভিযোগ করছে, হার্ভার্ড ভর্তিতে জাতিগত বৈষম্য করছে, ইহুদি ছাত্রদের প্রতি বৈষম্য করছে, বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনের ছত্রছায়ায় সহিংসতা বাড়ছে।

এরই প্রেক্ষিতে ৩০০ কোটি ডলারের ফেডারেল অনুদানও বাতিল করা হয়েছে।

হার্ভার্ড বলছে, এগুলো বিশ্ববিদ্যালয়ের স্বাধীন চিন্তা ও শিক্ষার পরিবেশে হস্তক্ষেপ।

এই ঘটনার দিনই ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক বিদেশি ছাত্রদের ভিসা বাতিল সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে আপাত স্থগিতাদেশ দেন, যতদিন না বিষয়টি আদালতে নিষ্পত্তি হয়।

লিও গার্ডেন বলেন, “আমরা এখানে এসেছি যুক্তরাষ্ট্রের যে মূল্যবোধে বিশ্বাস করে তার জন্য—মতপ্রকাশের স্বাধীনতা, মুক্তচিন্তা, মুক্তবুদ্ধির চর্চা। আজ সেটাই হুমকির মুখে। হার্ভার্ড আন্তর্জাতিক ছাত্র ছাড়া আর হার্ভার্ড থাকে না।” সূত্র: বিবিসি


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন