Logo
Logo
×

আন্তর্জাতিক

গুলিতে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৭:৫৩ পিএম

গুলিতে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। নিহতরা হলেন ইয়ারন লিশিনস্কি (২৮) এবং সারাহ মিলগ্রিম। তারা স্থানীয় একটি ইহুদি জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

বুধবার রাতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের সামনে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী ইলিয়াস রড্রিগেজকে (৩০) আটক করা হয়। তিনি শিকাগোর বাসিন্দা।

মেট্রোপলিটন পুলিশ জানায়, হামলাকারী অনুষ্ঠানস্থলের বাইরে ঘোরাফেরা করছিলেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়া চারজনের ওপর গুলি চালান। নিরাপত্তাকর্মীরা তাকে জাদুঘরের ভেতরেই আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, আটককালে অভিযুক্ত “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন” বলে চিৎকার করছিলেন। তবে তিনি কোনো নজরদারির তালিকায় ছিলেন না এবং হামলার আগে কোনো নিরাপত্তা হুমকি ছিল না।

ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন এবং বিয়ের পরিকল্পনা করছিলেন। দূতাবাস বলেছে, “তারা আমাদের সহকর্মী ও বন্ধু ছিলেন। এই হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত।”

ঘটনাটি ইহুদিবিদ্বেষের প্রেক্ষাপটে ঘটেছে বলে মত দিয়েছেন ইসরায়েল ও জার্মানির শীর্ষ নেতারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “এটি ঘৃণার চূড়ান্ত বহিঃপ্রকাশ।”

স্থানীয় মেয়র মিউরিয়েল বোয়াসার জানান, শহরে কোনো সক্রিয় হুমকি নেই। তবে জনগণকে সতর্ক থাকতে হবে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে ওয়াশিংটন ডিসি পুলিশ ও এফবিআই। হামলাকারীর উদ্দেশ্য ও অতীত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন