Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের কাছাকাছি: সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০১:৪৫ পিএম

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের কাছাকাছি: সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট

প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, গাজায় ইসরায়েলের যেসব কার্যক্রম চলছে, তা "যুদ্ধাপরাধের কাছাকাছি"।

 তিনি এই মন্তব্য করেছেন ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ওলমার্ট। তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এমন একটি যুদ্ধ চালাচ্ছে যার না আছে স্পষ্ট লক্ষ্য, না আছে সফলতার সম্ভাবনা—যা জিম্মিদের জীবন রক্ষা করতে পারে।

তিনি আরও বলেন, এই অভিযান দেখে যে ছবিটা ফুটে উঠছে, তা হলো—"অনেক ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে।" তার ভাষায়, "এটা সবদিক থেকেই অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়।"

ওলমার্টের মতে, ইসরায়েলি সরকারকে এটা স্পষ্ট করে বলা উচিত যে তারা হামাসের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে, নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন