Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০৫ পিএম

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৯ মে) ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। এর মধ্যে মজনু গাজী ও কামাল শেখ খুলনার বাসিন্দা। মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি।

জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

কামাল শেখ জানান, তিনি খুলনা বেতকাশির ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। বাকি দু’জনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন পুলিশের কাছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।

পরবর্তীতে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে রাজ্যটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন রহড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। যদিও শেষ রক্ষা হয়নি তাদের। ৫ দিন আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রহড়া থানা পুলিশ। পরে ফরেনারস আইনে মামলা করা হয় তাদের বিরুদ্ধে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন