ভারতের সাবেক সেনাপ্রধান
যুদ্ধ বলিউডের সিনেমার মতো নয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৫, ০৮:০০ পিএম

যুদ্ধ কোনো রোমান্টিক বা বলিউড সিনেমার মতো বিষয় নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে। মহারাষ্ট্রের পুনেতে ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জেনারেল নারাভানে বলেন, নির্দেশ পেলে তিনি যুদ্ধে যাবেন, তবে তাঁর প্রথম পছন্দ হবে কূটনীতি।
জেনারেল নারাভানে বলেন, গত সপ্তাহটি ছিল অত্যন্ত ঘটনাবহুল। প্রথমে ‘অপারেশন সিঁদুর’ নাম নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি এবং অবকাঠামোয়’ হামলা চালায়। এরপর ৪ দিন ধরে চলে তীব্র আকাশযুদ্ধ ও কিছু স্থলযুদ্ধ। অবশেষে সামরিক পদক্ষেপ বন্ধ করার ঘোষণা আসে।
সম্প্রতি যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের সমালোচনা করে তিনি বলেন, আমি আবার বলতে চাই, এটি শুধু সামরিক অভিযান বন্ধ করা, যুদ্ধবিরতি নয়। আগামী দিনগুলোয় কী ঘটে, তা দেখতে হবে। সামরিক সংঘাত বন্ধ করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে এই প্রশ্ন তোলা যৌক্তিক কি না, তা-ও তিনি জানতে চেয়েছেন।
তিনি বলেন, ‘যদি আপনি তথ্য ও পরিসংখ্যান, বিশেষ করে যুদ্ধের খরচ বিবেচনা করেন, তাহলে বুঝতে পারবেন, ক্ষতির পরিমাণ খুব বেশি বা অপূরণীয় হওয়ার আগেই জ্ঞানীরা এমন সিদ্ধান্ত নেন।’ তিনি বিশ্বাস করেন, ভারত পাকিস্তানকে প্রমাণ করে দিয়েছে, দেশটি যে পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত ব্যয়বহুল।