Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করার আগ্রহ ট্রাম্পের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:০০ পিএম

কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করার আগ্রহ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধকে ‘হাজার বছরের সমস্যা’ উল্লেখ করে তা সমাধানে নিজ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের সময় শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এই আগ্রহের কথা জানান।

তিনি বলেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তে আপনাদের পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্ব প্রশংসার যোগ্য। যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ এড়াতে সাহায্য করেছে।

যদিও সাম্প্রতিক আলোচনায় কাশ্মীর ইস্যু সরাসরি ওঠেনি বলে জানা গেছে। ট্রাম্প তার বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন, তিনি দুই দেশের সঙ্গে মিলে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজবেন। হাজার বছরের এই বিরোধের অবসান ঘটাতে আমি আপনাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষ থেমে গেলেও কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে রবিবার সকালে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা ছড়ায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন