Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে সরকারি আদেশে ‘দ্য ওয়ার’ নিউজ সাইট বন্ধ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

ভারতে সরকারি আদেশে ‘দ্য ওয়ার’ নিউজ সাইট বন্ধ

ছবি: সংগৃহীত

ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে স্বাধীন সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার’ (The Wire)। দেশটির বহু ইন্টারনেট ব্যবহারকারী অভিযোগ করছেন, তারা ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারছেন না।

আজ শুক্রবার (৯ মে) প্রকাশিত এক বিবৃতিতে ‘দ্য ওয়ার’ কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা (আইএসপি) তাদের ওয়েবসাইট ব্লক করে দিয়েছে।

জবাবে দায়িত্বপ্রাপ্ত এই সংস্থাগুলো বলেছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর অধীনে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ‘দ্য ওয়ার’ এক বিবৃতিতে জানায়, ‘ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের সেন্সরশিপ সংবিধানে নিশ্চিত করা মতপ্রকাশের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন। এটি এক অযৌক্তিক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত, যার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যা বা কারণ সরকার জানায়নি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি এমন এক সময়ে ঘটল যখন ভারতে সত্যভিত্তিক, বিবেকবান এবং যুক্তিনির্ভর সংবাদ ও তথ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এমন কণ্ঠরোধ গণতন্ত্রের জন্য বিপজ্জনক বার্তা বহন করে।’

‘দ্য ওয়ার’ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে এবং যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারা আরও বলেছে, গত ১০ বছর ধরে তাদের সাংবাদিকতা সাধারণ পাঠকদের সমর্থনে টিকে আছে। আজকের এই চ্যালেঞ্জিং সময়েও তারা আশাবাদী, পাঠকরা তাদের পাশে থাকবেন। তারা সত্যনিষ্ঠ ও ন্যায্য সাংবাদিকতা থেকে পিছু হটবেন না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন