Logo
Logo
×

আন্তর্জাতিক

সীমান্তে ফের উত্তেজনা, ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০২:২৭ পিএম

সীমান্তে ফের উত্তেজনা, ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দেশটির সীমান্তবর্তী অঞ্চলে ভারতের পাঠানো অন্তত ১২টি ড্রোন ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “গত রাতে ভারত ফের আগ্রাসী তৎপরতায় মেতে ওঠে। তাদের পাঠানো ড্রোনের মাধ্যমে একাধিক স্থানে হামলার চেষ্টা চালানো হয়।” তিনি আরও জানান, এই ঘটনায় মিয়ানোতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং পাকিস্তানের চার সেনা সদস্য আহত হয়েছেন।

ড্রোন হামলার এই ঘটনা ঘটে এক দিন আগে ভারত-পাকিস্তানের মধ্যে প্রাণঘাতী পাল্টাপাল্টি হামলার পর। গত বুধবার ভোরে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের ছয়টি শহরে বিস্ফোরণ ঘটে। এতে নারী-শিশুসহ ৩১ জন নিহত হন, আহত হন ৫৭ জন। এরপর কাশ্মীর সীমান্তজুড়ে উভয়পক্ষের মধ্যে গোলাবিনিময় চলে পুরোদিন। ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানের পাল্টা হামলায় তাদের ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৩ জন। দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সীমান্তে গোলার আঘাতে ভারতের একজন সেনা সদস্যও নিহত হয়েছেন।

আইএসপিআর মুখপাত্র জানান, ড্রোন হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে এবং অভিযান চলমান রয়েছে। ভারতের এসব ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে গুপ্তচর ও হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলে দাবি করেন তিনি।

ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের বিভিন্ন এলাকায় স্থানীয়রা ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমায়। বার্তা সংস্থা এএফপি জানায়, এসব এলাকায় মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে, আতঙ্কে অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে।

এদিকে, নিরাপত্তা বিবেচনায় পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ইসলামাবাদ, করাচি ও লাহোর—এই তিন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন