Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০১:২৭ পিএম

পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা (এনএসএ) সরাসরি যোগাযোগ করেছেন—যা দুই পারমাণবিক দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা হ্রাসের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করে বলেন, "হ্যাঁ, এনএসএদের মধ্যে যোগাযোগ হয়েছে।" যদিও তারা কী নিয়ে আলোচনা করেছেন, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এই আলোচনার পেছনে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের এনএসএ মার্কো রুবিও ও পররাষ্ট্রমন্ত্রীও উভয় পক্ষের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন বলে জানা গেছে।

এদিকে, ভারতের হামলার জবাবে পাকিস্তান কৌশলগত প্রতিক্রিয়া দিয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে—যার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ তৈরি চতুর্থ-প্রজন্মের ‘রাফালে’। তিনি বলেন, “আমরা চাইলে ১০টি জেট ভূপাতিত করতে পারতাম, কিন্তু আমরা সংযম দেখিয়েছি।”

ভারতীয় সরকার কিংবা গণমাধ্যম থেকে এসব ক্ষতির স্বীকৃতি মেলেনি। ‘দ্য হিন্দু’ সংবাদপত্র প্রথমে তিনটি বিমান ভূপাতিত হওয়ার কথা জানালেও পরে প্রতিবেদনটি সরিয়ে নেয়। তবে সিএনএনের এক মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক বলেন, “রাফালে ভূপাতিত হয়ে থাকলে, তা ভারতের জন্য বড় ধাক্কা।”

বিশেষজ্ঞদের মতে, এটি কেবল ভারত-পাকিস্তান সংঘাত নয়, বরং চীনা ও পশ্চিমা প্রযুক্তির মধ্যে এক ‘লাইভ ব্যাটলফিল্ড টেস্ট’। পাকিস্তানের সাম্প্রতিক অধিগৃহীত চীনা জে-১০সি যুদ্ধবিমানকে রাফালের প্রতিযোগী বলা হয়। ফরাসি এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, এবারই প্রথম কোনো রাফালে যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হলো।

পাকিস্তান সরকারের এক মুখপাত্র জানান, এবার প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক ও পূর্বনির্ধারিত। ‘কুইড প্রো কো প্লাস’—অর্থাৎ শত্রুর আঘাতের চেয়েও বেশি শক্তিশালী জবাব দেওয়া—এই নীতিতে কাজ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের সামরিক ভারসাম্য গঠনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একদিকে যেখানে পাকিস্তান-ভারত এনএসএ পর্যায়ের সংলাপে উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে, অন্যদিকে চীনের প্রযুক্তির কার্যকর রণক্ষেত্রের বাস্তব প্রয়োগ ভবিষ্যতের সংঘাতে গেমচেঞ্জার হয়ে উঠতে পারে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন