Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রত্যেক শহিদের রক্তের বদলা নেব: ভারতের হামলার জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:১৬ এএম

প্রত্যেক শহিদের রক্তের বদলা নেব: ভারতের হামলার জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানে ভারতের বিমান হামলায় ৩১ জন বেসামরিক মানুষ নিহত হওয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আবারও উত্তেজনা চরমে উঠেছে। বুধবার রাতের ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “আমরা প্রতিজ্ঞা করছি—প্রত্যেক শহিদের রক্তের বদলা আমরা নেব।”

পাকিস্তানের অভিযোগ, ভারত বিনা উস্কানিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে “আগুনে ঘি ঢেলেছে”। এতে বহু শিশু ও নারীসহ ৩১ জন নিহত হন, আহত হয়েছেন অন্তত ৪৬ জন। পাকিস্তান বলেছে, প্রতিশোধের জন্য সেনাবাহিনীকে স্বাধীনভাবে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ভারত বলেছে, এই হামলা ছিল কাশ্মীরে ২৫ জন হিন্দু পর্যটক ও তাদের গাইড হত্যার জবাব। তারা লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মোহাম্মদ নামে পাকিস্তান-ভিত্তিক দুই জঙ্গিগোষ্ঠীকে দায়ী করেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “যারা নিরীহদের হত্যা করেছে, আমরা তাদেরই মেরেছি।”

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার বলেন, “সামরিক জবাব কখন, কোথায় এবং কীভাবে হবে, সেটা আমাদের সিদ্ধান্ত। দেশের সম্মান রক্ষায় আমরা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত।” তিনি বলেন, এতদিন পাকিস্তান ধৈর্য ও সংযম দেখিয়ে এসেছে, কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এখন আর চুপ থাকা যাবে না।

এদিকে সীমান্তে গোলাগুলিতে কাশ্মীরের ভারতীয় অংশে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। পাকিস্তানেও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সীমান্ত এলাকার শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে বেসমেন্টে, অনেকেই বলছে রাতভর গোলার বৃষ্টিতে ঘুম হয়নি।

বিশ্ব সম্প্রদায় দুই দেশকে সংযত থাকতে বলেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইরান ও ইউএই—সবাই যুদ্ধ এড়াতে আলোচনার আহ্বান জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, “আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক। আমরা উভয় দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখি, আর আমি চাই এটা থেমে যাক।”

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন