Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের জনগণ যুদ্ধ নয় শান্তি চায়

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:২২ পিএম

ভারতের জনগণ যুদ্ধ নয় শান্তি চায়

ছবি: সংগৃহীত

ভারতের জনসাধারণ যুদ্ধ নয় শান্তি চায়। তারা তারা এই অঞ্চলকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার হুমকিতে ফেলে এমন রাজনৈতিক নেতাদের যুদ্ধবাজ মনোভাবকে প্রত্যাখ্যান করে। আজ বুধবার (৭ মে) ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) এক বিবৃতিতে এই কথা বলেছে।  

বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর নৃশংস হামলায় ভারত ও পাকিস্তানের মধ্যে অভিযোগ এবং প্রতিশোধ ঘিরে উত্তেজনা ‍শুরু হয়েছে। ভারত ওই হামলায় সীমান্তবর্তী জঙ্গিদের জড়িত থাকার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। পাকিস্তান এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তবে, পাকিস্তানে নিরাপদ আশ্রয়স্থল সহ জঙ্গি গোষ্ঠীগুলির ক্রমাগত উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়। কাশ্মীর ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল বাফার জোন হিসাবে রয়ে গেছে। ঠিক যেমনটি পাকিস্তানের জন্য বেলুচিস্তান।

এই ৭ মে ভারতীয় বাহিনী পাকিস্তানের ভেতরে ৯টি স্থানে আক্রমণ শুরু করলে এই পরিস্থিতি নাটকীয়ভাবে আরও খারাপ হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছেন। আর এই হামলা করতে গিয়ে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের পাল্টা হামলায় অন্তত ১০ বেসামরিক ভারতীয় নিহত হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘উভয় দেশেরই বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে এবং উত্তেজনার আরও বৃদ্ধিতে উভয় পক্ষের লাখ লাখ মানুষের জন্য বিপর্যয়কর ঝুঁকি বয়ে আনবে। ইতিহাস আমাদের দেখিয়েছে যুদ্ধ কখনই কোনো সমাধান নয়। ভারত ও পাকিস্তানের জনগণ শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা চায়। তারা এই অঞ্চলকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার হুমকিতে ফেলে এমন রাজনৈতিক নেতাদের যুদ্ধবাজ মনোভাবকে প্রত্যাখ্যান করে।

এই সংকটময় মুহূর্তে, আমরা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানের বিষয়টি উল্লেখ করছি। তিনি এই সংকটের মধ্যস্থতা এবং উত্তেজনা হ্রাসে প্রস্তাব দিয়েছেন। তিনি যথার্থই বলেছেন, সামরিক সমাধান কোনো সমাধান না। সহিংসতা ও প্রতিহিংসা নয়, বরং সংলাপ, কূটনীতি এবং উত্তেজনা হ্রাসকে প্রাধান্য দিতে হবে।’ 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন