Logo
Logo
×

আন্তর্জাতিক

মস্কোয় ড্রোন হামলা: বিমানবন্দর বন্ধ, কুরস্কে সংঘর্ষ জোরালো

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:১৬ পিএম

মস্কোয় ড্রোন হামলা: বিমানবন্দর বন্ধ, কুরস্কে সংঘর্ষ জোরালো

রাশিয়া জানিয়েছে, টানা দ্বিতীয় রাতের মতো ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে তাদের রাজধানী মস্কো। নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে রুশ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে।

মস্কো ছাড়াও রাশিয়ার পেনজা ও ভোরোনেজ শহরের গভর্নররা জানিয়েছেন, রাতের আঁধারে তাদের এলাকাতেও ড্রোন হামলা হয়েছে। সামরিক ব্লগারদের বরাতে জানা গেছে, মস্কোর দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনের জানালা ড্রোন বিস্ফোরণে ভেঙে পড়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, সোমবার রাতে তারা ২৬টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে ইউক্রেন এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

অন্যদিকে, ইউক্রেনের খারকিভের মেয়র অভিযোগ করেছেন, রাশিয়াও রাতে তার শহর এবং কিয়েভ এলাকায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর আগেও, মার্চ মাসে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন অভিযানে মস্কোয় তিনজন নিহত হয়েছিলেন।

মস্কোর ওপর ড্রোন হামলার খবর এমন সময় প্রকাশ পেল, যখন ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে বলে তথ্য আসছে। কিয়েভ জানিয়েছে, রোববার তারা কুরস্কের টিওটকিনো গ্রামের কাছে একটি রুশ ড্রোন কমান্ড ইউনিটে সফল হামলা চালিয়েছে।

এপ্রিল মাসে রাশিয়া দাবি করেছিল, তারা কুরস্ক অঞ্চলে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কিন্তু ইউক্রেন বলছে, তারা এখনো সীমান্ত অতিক্রম করে সেখানকার মিশনে যুক্ত।

কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন জানিয়েছেন, ইউক্রেনীয় হামলায় রিলস্ক শহরের একটি বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ফলে দু’জন কিশোর আহত হয়েছে বলেও জানান তিনি।

রুশ সামরিক ব্লগাররা দাবি করছেন, ইউক্রেনীয় বাহিনী সীমান্তে মাইনফিল্ড পেরিয়ে এবং বিশেষ যানবাহন ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে। তাদের পোস্ট করা মানচিত্রে দেখা যাচ্ছে, টিওটকিনোর দুটি স্থানে ইউক্রেনীয়রা সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি এলাকায়, টিওটকিনোর কাছাকাছি দুটি বসতি থেকে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

২০২৪ সালের আগস্টে ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক অনুপ্রবেশ করে। কিয়েভের ভাষ্য অনুযায়ী, ওই অনুপ্রবেশ কৌশলগত একটি ‘বাফার জোন’ গঠনের উদ্দেশ্যে ছিল, যাতে সুমি ও আশপাশের অঞ্চল সুরক্ষিত রাখা যায় এবং ভবিষ্যতের আলোচনায় একটি কৌশলগত অবস্থান তৈরি করা যায়।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন