Logo
Logo
×

আন্তর্জাতিক

পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলের নতুন পরিকল্পনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৭:০৯ পিএম

পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলের নতুন পরিকল্পনা

দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার পুরো অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের নতুন পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনায় ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা। নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ফিলিস্তিনি ভূখন্ডে আরও ব্যাপক হারে অভিযান প্রসারিত করবে ইসরায়েল। 

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হাজার হাজার রিজার্ভ সৈন্য সমাবেশ করার নতুন পরিকল্পনা ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইসরায়েলি মন্ত্রিসভায় ভোটাভুটির মাধ্যমে পরিকল্পনাটি অনুমোদিত হয়। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের নতুন পরিকল্পনা হামাসকে ধ্বংস করা ও গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের মুক্ত করার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এর ফলে লাখ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় ঠেলে দেওয়া হবে। যেখানে ইতোমধ্যে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

এর আগে গতকাল রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়েল যামিড বিশেষ বাহিনীর সদস্যদের বলেন, গাজায় অভিযান আরও শক্তিশালী এবং অভিযানের আওতা বাড়ানোর উদ্দেশ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন