Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৭

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্রে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৭

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নিকটবর্তী এলাকায় একটি পর্যটকবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার, পূর্ব আইডাহোর একটি ব্যস্ত মহাসড়কে ১৪ জন পর্যটক নিয়ে যাত্রা করা বাসটির সঙ্গে একটি চেভি পিকআপ ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও আটজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর দুইটি যানবাহনে আগুন ধরে যায় বলে বিবিসি জানায়।

আইডাহো রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছে বাসের ছয়জন যাত্রী এবং ট্রাকের চালক। এখনো তাদের নাম কিংবা জাতীয়তা প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করছে। উক্ত সড়কটি ইয়েলোস্টোন পার্কের প্রধান প্রবেশপথে পৌঁছায়, যেখানে বর্তমানে পর্যটন মৌসুম চলছে।

একজন পথচারী, স্থানীয় বাসিন্দা রজার মেরিল, দুর্ঘটনার সময় দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। তার ভাষ্যমতে, গাড়ি দুটিতে আগুন জ্বলছিল এবং স্থানীয়রা পাশে দাঁড়িয়ে আহতদের সাহায্য করার চেষ্টা করছিলেন।

মেরিল বলেন, “এই রাস্তাটি খুবই বিপজ্জনক, কারণ এটি ইয়েলোস্টোনের প্রধান প্রবেশদ্বারে পৌঁছায়। সারাবছরই এখানে প্রচুর গাড়ির চাপ থাকে।”

দুর্ঘটনার পর জরুরি পরিষেবা কর্মীরা হতাহতদের উদ্ধার ও রাস্তা পরিষ্কারে নিয়োজিত থাকায় ইয়েলোস্টোন পার্কের প্রবেশপথ থেকে প্রায় ২৫ কিলোমিটার সড়ক প্রায় সাত ঘণ্টা বন্ধ রাখা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারকে অবহিত করার পর স্থানীয় করোনার অফিস থেকে নাম প্রকাশ করা হবে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইয়েলোস্টোন পার্কটি আইডাহো, মন্টানা ও ওয়াইওমিং—এই তিনটি অঙ্গরাজ্যজুড়ে বিস্তৃত এবং প্রায় সাড়ে তিন হাজার বর্গমাইল জায়গা নিয়ে গঠিত। ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৪০ লাখ পর্যটক এ পার্ক পরিদর্শনে আসেন, যাদের বেশিরভাগই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘুরতে আসেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন