Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রবল ঝড়-বৃষ্টিতে অচল দিল্লি, ফ্লাইট ও ট্রেন চলাচলে বিঘ্ন, প্রাণ গেল ৪ জনের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২৫, ১১:৪৮ এএম

প্রবল ঝড়-বৃষ্টিতে অচল দিল্লি, ফ্লাইট ও ট্রেন চলাচলে বিঘ্ন, প্রাণ গেল ৪ জনের

ফাইল ফটো

ঝোড়ো বাতাস ও টানা বৃষ্টির কারণে ভারতের রাজধানী দিল্লিতে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে বিমান ও ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার অন্তত ১২০টি ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। এর মধ্যে তিনটি ফ্লাইট মাঝপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে আহমেদাবাদ ও জয়পুরে। এনডিটিভি জানিয়েছে, এই ফ্লাইটগুলো ব্যাঙ্গালোর ও পুনে থেকে দিল্লিতে আসছিল।

ফ্লাইটরেডার-এর তথ্য অনুযায়ী, গড়ে অবতরণে ২১ মিনিট এবং ছাড়ার ক্ষেত্রে ৬১ মিনিট পর্যন্ত বিলম্ব হয়েছে।

এদিকে, দাওয়ারকা এলাকায় ঝড়ে গাছ ভেঙে পড়ে এক নারী ও তার তিন সন্তান নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া শহরের আরও বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানায়, শনিবার পর্যন্ত দিল্লিতে ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাজধানীতে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দিল্লির তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

সফদরজং আবহাওয়া কেন্দ্র গত তিন ঘণ্টায় ৭৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বৈরি আবহাওয়ার প্রভাবে রাজধানীতে ১৫ থেকে ২০টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। মূলত গাছ ভেঙে পড়ে রেললাইন ও বৈদ্যুতিক তারের ওপর পড়ার কারণেই এ বিলম্ব সৃষ্টি হয়েছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন—দাওয়ারকা, খানপুর, সাউথ এক্সটেনশন, মিন্টো রোড, লাজপত নগর, মতিবাগ—সবখানেই জলজটের খবর মিলেছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং সতর্ক অবস্থান বজায় রাখতে বলেছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন