Logo
Logo
×

আন্তর্জাতিক

দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২৫, ১১:০২ এএম

দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি লক্ষ্যবস্তুতে ইসরায়েল বৃহস্পতিবার রাতে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে ইসরায়েল টানা দ্বিতীয় দিন এ ধরনের অভিযান চালাল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সকালে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরীয় বাহিনীর উপস্থিতি কিংবা দ্রুজদের প্রতি হুমকি—কোনোটাই ইসরায়েল মেনে নেবে না।”

এই মন্তব্য তিনি এক যৌথ বিবৃতিতে দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দ্রুজ সম্প্রদায় ইসলাম ধর্মের একটি ছোট সম্প্রদায়ভুক্ত, যারা সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে বসবাস করে। সম্প্রতি দামেস্কের সাহনায়াহ এলাকায় দ্রুজ ও খ্রিষ্টানদের বসবাসরত অঞ্চলে সহিংসতায় ৪০ জন নিহত হয়। এরপর থেকেই ইসরায়েল সরব হয়ে ওঠে।

বুধবারই সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে প্রথম হামলা চালায় ইসরায়েল। তখন তারা দাবি করে, এক কট্টরপন্থী গোষ্ঠীর দ্বারা দ্রুজদের ওপর হামলার জবাব হিসেবে তারা ওই হামলা চালায়।

সিরিয়া সরকার এই হামলাগুলোকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে নিন্দা জানালেও ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করেনি।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের এসব আক্রমণ মূলত সিরিয়ার নতুন শাসকদের প্রতি গভীর অনাস্থা প্রকাশ করে। সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সরকার গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। বর্তমান সরকার সুন্নি ইসলামপন্থী মতাদর্শ অনুসরণ করে, যা ইসরায়েলের কূটনৈতিক হিসাব অনুযায়ী নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত।

নতুন প্রেসিডেন্ট শারার এমনিতেই দেশের ভেতরে বিরোধ ও অস্থিরতার মাঝে একটি অন্তর্বর্তীকালীন কাঠামো ধরে রাখার চেষ্টা করছেন। তার ওপর টানা দুটি ইসরায়েলি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন